স্পোর্টস ডেস্কঃ ইতিহাস গড়লো বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার পর দ্বিতীয় ক্লাব হিসেবে এক ক্যালেন্ডারে জিতলো ৬ শিরোপা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেক্সিকান দল টাইগ্রেস UANL'কে ১-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।
এ জয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের স্বাদ পেলো মিউনিখের রাজারা। এডুকেশন সিটি স্টেডিয়ামে এ রাতটা যেন বিশ্বজয়ীদের। বায়ার্নের এমন শিরোপা উল্লাস যেন শেল হয়ে বিঁধলো কনকাক্যাফের বর্তমান চ্যাম্পিয়নদের। হ্যান্সি ফ্লিকের এ দলটা আবারো প্রমাণ করলো কেন তারা অপ্রতিরোধ্য। গোটা ইউরোপজুড়ে জয়ের ঝান্ডা ওড়ানোর পর এবার সে অনলে দহন হলো মেক্সিকান ক্লাব টাইগ্রেস। ফলাফল ২০১৩ এএর পর আবারো ক্লাব বিশ্বকাপের ওই রূপালী ট্রফিটা উঁচিয়ে ধরলো বাভারিয়ান শিবির।