স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছিলেন এনক্রুমাহ বোনার। ১৪ রানের আফসোস নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেবার শিকার হয়েছিলেন তাইজুল ইসলামের।
এবার ঢাকা টেস্টেও সেই আক্ষেপেই পুড়লেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি এই ব্যাটসম্যান। এবার ১০ রানের জন্য হল না সেঞ্চুরি। ৯০ রান করে দিনের ১১তম ওভারের তৃতীয় বলে মেহেদী হাসান মিরাজের শিকার হয়েছেন তিনি।