News71.com
 Sports
 10 Feb 21, 01:54 PM
 437           
 0
 10 Feb 21, 01:54 PM

জুভেন্টাস বনাম ইন্টার মিলানের ম্যাচ ড্র।। ফাইনালে রোনালদোরা

জুভেন্টাস বনাম ইন্টার মিলানের ম্যাচ ড্র।। ফাইনালে রোনালদোরা

 

স্পোর্টস ডেস্কঃ কোপা ইতালিয়াতে ফাইনালের উঠার লড়াইয়ে মুখোমুখি হয় দুই জায়ান্ট জুভেন্টাস ও ইন্টার মিলান। তবে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে গোলের দেখা পায়নি কোনো দল। 

 

আগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থাকায় অ্যাওয়ে ম্যাচে জয়ের সুবিধা নিয়ে ফাইনালে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। পরের সেমি-ফাইনালে আতালান্টা কিংবা নাপোলির মধ্যকার জয়ী দল ফাইনালে  জুভেন্টাসের মুখোমুখি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন