স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের ক্রিকেট টিমের জিম্বাবুয়ে সফর ফের স্থগিত করা হয়েছে। আয়োজক দেশের চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে জিম্বাবুয়ে ক্রিকেট ও ক্রিকেট আয়ারল্যান্ড মিলে এই সিদ্ধান্ত নেয়। সূচি অনুযায়ী আগামী এপ্রিলে দ্বিপাক্ষিক এই সিরিজটি হওয়ার কথা ছিল। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ হারারের উদ্দেশ্যে আইরিশ দলের উড়াল দেওয়ার কথা ছিল। যেখানে ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপের সুপার লিগের অংশ। এর আগে গত বছরের মার্চে ঠিক একই কারণে আয়ারল্যান্ডের জিম্বাবুয়ে সফর স্থগিত করা হয়েছিল।