News71.com
 Sports
 09 Feb 21, 06:20 PM
 426           
 0
 09 Feb 21, 06:20 PM

যুক্তরাষ্ট্রে সুপার বোল ২০২১ চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিল ট্যাম্পা বে।।

যুক্তরাষ্ট্রে সুপার বোল ২০২১ চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিল ট্যাম্পা বে।।

 

স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বার্ষিক ক্রীড়া উৎসব, সুপার বোল ২০২১ চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিল ট্যাম্পা বে বুকানিয়াররা। ক্যানসাস সিটি চিফস কে ৩১-৯ ব্যবধানে হারিয়ে বুকস দ্বিতীয় বারের মতো সুপার বোল চ্যাম্পিয়ন তকমা পেল তারা। সুপার বোল ইতিহাসে বুকানিয়াররাই হোম স্টেডিয়ামে ফাইনাল জেতা প্রথম দল। এছাড়া কোয়ার্টারব্যাক টম ব্র্যাডি এনএফএল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি ক্যারিয়ারে সাতটি সুপার বোল চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড গড়লেন।

 

এই সুপার বোল ঘিরে নেয়া হয়েছিল সর্বোচ্চ কঠোর নিরাপত্তা। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ৫শ’ নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও ট্যাম্পা পুলিশ, হিলস ব্যুরো কাউন্টি শেরিফ, এফবিআই ও এনএফএলের নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়োজিত ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন