News71.com
 Sports
 09 Feb 21, 12:17 PM
 423           
 0
 09 Feb 21, 12:17 PM

সুয়ারেজের জোড়া গোলের পরও হোঁচট খেল অ্যাতলেটিকো।।

সুয়ারেজের জোড়া গোলের পরও হোঁচট খেল অ্যাতলেটিকো।।

 

স্পোর্টস ডেস্কঃ জোড়া গোল করেও দলকে জেতাতে পারলেননা লুইস সুয়ারেজ। লা লিগায় উড়তে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদকে থামিয়ে দিল অপেক্ষাকৃত দুর্বল দল সেল্টা ভিগো। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ। ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে সেল্টাকে আতিথ্য দেয় অ্যাতলেটিকো। তবে এই ম্যাচটা সুখকর হয়নি সিমিওনে বাহিনীর জন্য। টানা জয়ে লিগের শীর্ষ দলটির কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল সেল্টা। 

 

ম্যাচের শুরুতেই লিড নেয় ভিগো। স্যান্তি মিনার গোলে এগিয়ে যায় আকাশী-নীলরা।আক্রমন শানানোর চেষ্টা চালায় মাদ্রিদের ক্লাবটি। তবে থেমে ছিল না সেল্টাও। একের পর এক আক্রমন শানিয়েছে তারাও। বল দখলে রেখে প্রেস করে যায় ভিগো। ম্যাচের বেশিরভাগ সময়ই বল দখলে রেখেছে সেল্টা। তবে প্রথমার্ধ্বের শেষ মিনিটে য়্যুরেন্তের পাস থেকে গোল করে স্কোরলাইনে সমতা ফেরান উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন