News71.com
 Sports
 08 Feb 21, 05:26 PM
 430           
 0
 08 Feb 21, 05:26 PM

এমবাপ্পে-ইকার্দির নৈপুণ্যে দারুণ জয় পিএসজির।।

এমবাপ্পে-ইকার্দির নৈপুণ্যে দারুণ জয় পিএসজির।।

স্পোর্টস ডেস্কঃ ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক মার্সেইকে ২-০ গোলে হারিয়েছি পিএসজি। রবিবার রাতে কিলিয়ান এমবাপ্পে ও মাউরো ইকার্দির গোলে জয় পায় পিএসজি। অলিম্পিক মার্সেইয়ের মাঠে নবম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। কর্নার ফেরানোর পর সতীর্থের লম্বা বল ধরে থ্রু পাস বাড়ান ডি মারিয়া। সেই পাস ধরে এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে নিচু শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। এর কয়েক মিনিট পরেই অস্বস্তি বোধ করায় ডি মারিয়াকে তুলে নিয়ে বদলি হিসেবে পাবলো সারাবিয়াকে নামা কোচ মাওরিসিও পচেত্তিনো।

 

ডি মারিয়া মাঠ ছাড়লেও পিএসজির খেলার ছন্দে ছেঁদ পড়েনি। বরং ২৪তম মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয় ফরাসি জায়ান্টরা। ডান দিক থেকে আলেসান্দ্রো ফ্লোরেন্সির ক্রসে দুরূহ কোণ থেকে ব্যাক হেডে জাল খুঁজে নেন ইকার্দি।  এ জয়ে ২৪ ম্যাচে ১৬ জয়ে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিঁও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন