স্পোর্টস ডেস্কঃ বরফের ওপর খালি পায়ে হেঁটে বিশ্বরেকর্ড গড়লেন নরওয়ের এক দৌড়বিদ। তার নাম জোনাস ফেলডে সেভালড্রুড। টানা ১ ঘণ্টা ৪৪ মিনিট বরফের ওপর হেঁটে এই রেকর্ড গড়েন তিনি। তার এই বিশ্বরেকর্ড নিঃসন্দেহে অন্যদের উদ্দীপনা যোগাবে। কারণ এটা শুনতে সহজ লাগলেও মোটেও সহজ কাজ নয়। নরওয়ের বাসিন্দা এই দৌড়বিদ ঘটিয়ে ফেলেছেন এমনই আশ্চর্য ঘটনা। বরফের ওপর দিয়ে খালি পায়ে হেঁটে নাম তুলেছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
জোনাস ফেলডে সেভালড্রুড ১ ঘণ্টা ৪৪ মিনিট ৫৮ সেকেন্ড ধরে প্রায় অর্ধেক ম্যারাথন দৌঁড়েছেন। তিনি বরফের ওপর খালি পায়ে দৌড়ানোর এই যাত্রাপথ রেকর্ড করেছেন নিজেই ক্যামেরার সাহায্যে। এরপর সেটিকে ইউটিউবে ছড়িয়ে দেন। খুব স্বাভাবিক ভাবেই দ্রুত দর্শকের মন জয় করে নেয় এই ভিডিও।