News71.com
 Sports
 08 Feb 21, 05:19 PM
 388           
 0
 08 Feb 21, 05:19 PM

৫০০ গোলের মাইলফলকে ইব্রাহিমোভিচ। বড় জয় এসি মিলানের

৫০০ গোলের মাইলফলকে ইব্রাহিমোভিচ। বড় জয় এসি মিলানের

 

স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান সিরি'আ লিগে বড় জয় পেয়েছে এসি মিলান। ইব্রাহিমোভিচ ও আন্তে রেবিচের জোড়া গোলে পয়েন্ট তালিকার একেবারে তলানির দল ক্রোটনের বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছে এসি মিলান। রবিবার ঘরের মাঠে এসি মিলানের বড় জয়ে একটি মাইলফলকেও পা রেখেছেন সুইডিশ তারকা। ক্রোটনের বিপক্ষে প্রথম গোলটি করে ক্লাব ক্যারিয়ারে ৫০০তম গোলের চূড়ায় পা রেখেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন