স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান সিরি'আ লিগে বড় জয় পেয়েছে এসি মিলান। ইব্রাহিমোভিচ ও আন্তে রেবিচের জোড়া গোলে পয়েন্ট তালিকার একেবারে তলানির দল ক্রোটনের বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছে এসি মিলান। রবিবার ঘরের মাঠে এসি মিলানের বড় জয়ে একটি মাইলফলকেও পা রেখেছেন সুইডিশ তারকা। ক্রোটনের বিপক্ষে প্রথম গোলটি করে ক্লাব ক্যারিয়ারে ৫০০তম গোলের চূড়ায় পা রেখেছেন তিনি।