News71.com
 Sports
 07 Feb 21, 11:35 AM
 405           
 0
 07 Feb 21, 11:35 AM

ক্রিকেট॥ কোহলির প্রশংসা করায় আইসিসিকে ব্রডের বিদ্রুপ

ক্রিকেট॥ কোহলির প্রশংসা করায় আইসিসিকে ব্রডের বিদ্রুপ

স্পোর্টস ডেস্কঃ চেন্নাই টেস্টে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ইংলিশ অধিনায়ক জো রুট। নিজের শততম টেস্টে করেছেন ডাবল সেঞ্চুরি, যা বিশ্বের আর কোনো ব্যাটসম্যান পারেননি। প্রতিপক্ষের রান উৎসব দেখেও স্পোর্টসম্যানশিপের কথা ভোলেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি জো রুটকে সহায়তা করেছেন। সেই ছবি টুইট করে কোহলির প্রশংসা করেছিল আইসিসি। কিন্তু বিষয়টি ঠিক পছন্দ হয়নি ইংলিশ পেস তারকা স্টুয়ার্ট ব্রডের।

পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে কোহলি চেন্নাই টেস্টেই মাঠে নেমেছেন। ম্যাচের প্রথম দিন তৃতীয় সেশনে রুট স্লগ সুইপ মারতে গিয়ে পায়ে ক্র্যাম্পের শিকার হন। সাথে সাথে কোহলি রুটের সাহায্যে এগিয়ে আসেন। ইংল্যান্ডের ফিজিও মাঠে আসতে সামান্য সময় নিয়েছিলেন। সেই সময়টুকুতে স্পোর্টসম্যানশিপের দৃষ্টান্ত স্থাপন, রুটকে স্ট্রেচিংয়ে সাহায্য করেন কোহলি।

এই ঘটনার পরেই আইসিসি টুইট করে লেখে, 'রুট ক্রাম্পে আক্রান্ত হওয়ার পর বিরাট কোহলিই তার সেবায় সবার আগে এগিয়ে আসে। স্পিরিট অব ক্রিকেটে এমন দৃশ্য মন ভরিয়ে দেয়।' এই ঘটনার পর ইংল্যান্ডের রিজার্ভ বেঞ্চে বসে থাকা ব্রড আইসিসির ওপর চটে যান। তিনি আইসিসির পোস্টে কমেন্ট করে বসেন, 'আমিও পানি নিয়ে দৌঁড় দিয়েছিলাম। আমি কি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পাব না?' ব্রডের এই মন্তব্য নিয়ে বেশ মজা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন