News71.com
 Sports
 06 Feb 21, 10:33 PM
 412           
 0
 06 Feb 21, 10:33 PM

ক্রিকেট॥ টেস্ট জিততে পঞ্চম দিনে উইন্ডিজের টার্গেট ২৮৫ রান

ক্রিকেট॥ টেস্ট জিততে পঞ্চম দিনে উইন্ডিজের টার্গেট ২৮৫ রান

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য বিশাল টার্গেট পেয়েছে সফরকারী উইন্ডিজ। চতুর্থ ইনিংসে তাদের করতে হবে ৩৯৫ রান। কিংবা ড্র করতে হলে খেলতে হবে পঞ্চম দিনের শেষ পর্যন্ত। খর্বশক্তির দলটির জন্য দুটি কাজই বলতে গেলে অসম্ভব। তারপরেও আজ চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। এখনও তাদের ২৮৫ রান করতে হবে।

৮ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক (১১৫)। এটা তার ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। এছাড়া লিটন দাস খেলেন ৬৯ রানের ইনিংস। ৩৯৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়দের শুরুটা খারাপ হয়নি। বড় ওপেনিং জুটির আভাসও পাওয়া যাচ্ছিল।

তবে বাগড়া দেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ৩৯ রানে তিনি ফিরিয়ে দেন ওপেনার জন ক্যাম্পবেলকে (২৩)। শর্ট লেগে ক্যাচ নেন বদলি নামা ইয়াসির আলী। ৯ রানের ব্যবধানে আবারও মিরাজের আঘাত। এবার এলবিডাব্লিউ হয়ে ফিরেন আরেক ওপেনার ক্রেইগ ব্রাফেট (২০)। মিরাজের তৃতীয় শিকার ওয়ান ডাউনে নামা মোজলি (১২)। এই ব্যাটসম্যানও এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন। বাকি সময় এনক্রুমার বোনার (১৫*) আর কাইল মায়ার্স (৩৭*) নিরাপদে কাটিয়ে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন