News71.com
 Sports
 04 Feb 21, 09:41 PM
 416           
 0
 04 Feb 21, 09:41 PM

মিরাজের সেঞ্চুরির পর মুস্তাফিজের ঝলকে এগিয়ে টাইগাররা॥

মিরাজের সেঞ্চুরির পর মুস্তাফিজের ঝলকে এগিয়ে টাইগাররা॥

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের সেঞ্চরির পর টাইগারদের এগিয়ে রাখেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দিনের খেলা শেষ হওয়ার আগে ক্যারিবীয়দের দুই ব্যাটসম্যানকে আউট করেন তিনি। তবে দিনের শেষ বলে দেয়াল হয়ে থাকা ক্রেইগ ব্রাথওয়েটকে আউটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মুস্তাফিজুর রহমানের করা বলটি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো দুই ফিল্ডারের মাঝখান দিয়ে দিয়ে।

দ্বিতীয় দিনের শুরুতে ধাক্কা খেলেও ব্যাটে-বলে শাসন করেছে বাংলাদেশ। মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে ৪৩০ রান করে স্বাগতিকরা। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে শুরুতেই দুই উইকেট হারায় উইন্ডিজ। ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানেন মুস্তাফিজ। ওপেনার জন ক্যাম্পবেল (৩) ও শেন মোসলেকে (২) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ‘কাটার মাস্টার’। তবে দিন শেষ করার আগে ওপেনার ব্রাথওয়েট (৪৯) ও এনক্রুমাহ বোনারের (১৭) ব্যাটে ভরে করে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান করেছে সফরকারীরা। উইন্ডিজ এখনও ৩৫৫ রান পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন