News71.com
 Sports
 04 Feb 21, 12:10 PM
 382           
 0
 04 Feb 21, 12:10 PM

অস্ট্রেলিয়ান ওপেনে করোনা আতঙ্ক॥ ৬০০ খেলোয়াড় ও স্টাফ আইসোলেশনে

অস্ট্রেলিয়ান ওপেনে করোনা আতঙ্ক॥ ৬০০ খেলোয়াড় ও স্টাফ আইসোলেশনে

স্পোর্টস ডেস্কঃ এক হোটেল কর্মীর করোনা ধরা পড়ায় বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। ওই কর্মীর কারণে টুর্নামেন্টের খেলোয়াড় ও স্টাফসহ ৬০০ জনকে আইসোলেশনে যেতে হচ্ছে। বাতিল করতে হয়েছে বৃহস্পতিবারের নির্ধারিত ম্যাচ। খেলোয়াড়রা অনুশীলনও করতে পারছেন না। যে জন্য বিকল্প ভাবতে হচ্ছে টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষের।

মেলবোর্ডে গ্রান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন টুর্নামেন্টের খেলোয়াড় ও স্টাফরা। ২৬ বছর বয়সী ওই হোটেল কর্মীর করোনা ধরা পড়ায় সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে বলা হয়েছে। জনসমাবেশেও কড়াকড়ি আরোপ কর হয়েছে। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেলবোর্নে এটিপি ও ডব্লিউটিএ ওয়ার্ম আপ টুর্নামেন্ট ও এটিপি কাপ ইভেন্ট বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, বৃহস্পতিবার কোনো ম্যাচ মেলবোর্ন পার্কে হবে না। শুক্রবারের শিডিউল পরে জানিয়ে দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন