News71.com
 Sports
 04 Feb 21, 12:10 PM
 391           
 0
 04 Feb 21, 12:10 PM

আইপিএলে স্মিথ-ওয়ার্নারদের খেলা নিয়ে সংশয়॥

আইপিএলে স্মিথ-ওয়ার্নারদের খেলা নিয়ে সংশয়॥

স্পোর্টস ডেস্কঃ করোনার কারণে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। এবার আইপিএলে স্মিথ-ওয়ার্নারদের খেলার ছাড়পত্র দিতে কড়া পদক্ষেপ নিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। আবেদন খুঁটিয়ে দেখেই তবে আইপিএলে খেলার ছাড়পত্র দেবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। আফ্রিকায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। এরপরেই আইপিএল প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হোকলে জানান, জৈব সুরক্ষা বলয় সঠিকভাবে মেনে গত মৌসুমে আইপিএল হয়েছে। তবে এই মৌসুমে ক্রিকেটাররা আইপিএলে খেলার ছাড়পত্রের জন্য আবেদন করলে তা খুঁটিয়ে দেখে বিবেচনা করা হবে।গত মৌসুমে ১৯ জন অজি ক্রিকেটার আইপিএলে খেলেছিলেন। সেই ১৯ জন ক্রিকেটারের মধ্যে অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ৯ জন ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি দল। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে মিনি নিলামে তারা অবশ্য দর বাড়িয়ে নিতে পারেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভারতের মাটিতেই হতে পারে এবারের আইপিএল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন