News71.com
 Sports
 03 Feb 21, 10:34 PM
 413           
 0
 03 Feb 21, 10:34 PM

বিশ্ব রেকর্ড গড়তে মাত্র এক সেঞ্চুরি দূরে কোহলি॥

বিশ্ব রেকর্ড গড়তে মাত্র এক সেঞ্চুরি দূরে কোহলি॥

স্পোর্টস ডেস্কঃ পিতৃত্বকালীন ছুটি শেষে আবারও ভারতের জার্সি পরতে যাচ্ছেন বিরাট কোহলি। দেড় মাস পর আবার দলকে নেতৃত্ব দেবেন শুক্রবারের ম্যাচ থেকে। ওই ম্যাচে সেঞ্চুরি পেয়ে গেলে পন্টিংকে ছাড়িয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতক হাঁকানো অধিনায়ক হবেন ডানহাতি এই ব্যাটসম্যান। বিশ্বের যেকোনও দেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪২ সেঞ্চুরির মালিক হবেন কোহলি, যা হবে তার ২৮তম টেস্ট শতক। বতর্মানে পন্টিং আর কোহলির নামের পাশে অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি রয়েছে। গত বছর ভালো যায়নি কোহলির। ১১ বছর পর প্রথমবার ওয়ানডেতে সেঞ্চুরি করতে পারেননি ২০২০ সালে। এবার সেই খরা কাটানোর সুযোগ। ইংল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। করোনাভাইরাস মহামারীর পর প্রথমবার দেশটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, যার প্রথম দুই ম্যাচ হবে চেন্নাইয়ে এবং শেষ দুটি আহমেদাবাদে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন