News71.com
 Sports
 03 Feb 21, 09:08 PM
 412           
 0
 03 Feb 21, 09:08 PM

ফুটবল বিশ্বকাপ॥ কাতার স্টেডিয়ামেই থাকছে মদের ব্যবস্থা

ফুটবল বিশ্বকাপ॥ কাতার স্টেডিয়ামেই থাকছে মদের ব্যবস্থা

স্পোর্টস ডেস্কঃ আরব বিশ্বের দেশ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। মুসলিম অধ্যুষিত এই দেশে যেখানে মদ ব্যবহারে রয়েছে রাষ্ট্রীয়ভাবে কঠোর বিধি-নিষেধ; তবে সেখানে ২০২২ ফিফা বিশ্বকাপে ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই সমর্থকদের জন্য মদের (অ্যালকোহল) ব্যবস্থা থাকবে। ২০১০ সালে রক্ষণশীল এই ইসলামী দেশ যখন বিশ্বকাপের আয়োজক সত্ত্ব লাভ করেছিল তখন থেকেই আয়োজকদের সামনে ঘুরে ফিরে বিশ্বকাপের সময় অ্যালকোহলের বিষয়টি চলে আসছিল। কারণ রাষ্ট্রীয়ভাবে দেশটিতে মদ ব্যবহারে কঠোর বিধি-নিষেধ রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, কাতারি কর্তৃপক্ষ ইঙ্গিত দিচ্ছে যে, ম্যাচ ভেন্যুতে বিয়ার ও অন্যান্য পানীয় সরবরাহের বিষয়ে তারা নীতিগতভাবে সম্মত। সাধারণ সমর্থকরাও এই পানীয় গ্রহণ করতে পারবে। অবশ্য সাধারণ মানের টিকেটধারীদের জন্য স্টেডিয়ামে অ্যালকোহল প্রাপ্যতার বিষয়ে এখনো কোন প্রজ্ঞাপন জারি হয়নি। হসপিটালিটি প্যাকেজের টিকিটধারীদের জন্য এ সুবিধা সরাসরি থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন