স্পোর্টস ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ইন্টার মিলানকে হারাল য়্যুভেন্তাস। সেমিফাইনালের প্রথম লিগে ২-১ গোলে হার নেরাজ্জুরিদের। এই জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল তুরিনের ওল্ড লেডিরা। স্তাদিও গুসেপে মেয়াজাতে দুই ইতালিয়ান জায়ান্টের লড়াই। ম্যাচটা বিয়াঙ্কোনেরিদের কাছে প্রতিশোধেরও। সবশেষ সেরি'আ-য় ইন্টারের কাছে ২-০ গোলে হেরেছিলো আন্দ্রে পিরলোর দল। এবারো হারের শঙ্কা জেগেছিল। ম্যাচের মাত্র ৯ মিনিটে নেরাজ্জুরিদের বিপক্ষে স্কোর ইন্টার মিলানের। বারেলার পাস থেকে নিঁখুত নিশানাবাজী লাওতারো মার্তিনেজের।