স্পোর্টস ডেস্কঃ করোনা পরবর্তী যুগে ভারতের মাটিতে হতে চলা প্রথম টেস্টটি কি গ্যালারিতে বসে দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা? চিদাম্বরম স্টেডিয়ামে কি চাক্ষুস করা যাবে বিরাট কোহলি বনাম বেন স্টোকসের লড়াই? অবশেষে মিলল সে প্রশ্নের উত্তর। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হল, ফাঁকা গ্যালারিতেই আয়োজিত হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।
করোনা কালে খেলার মাঠে বল গড়ালেও দর্শকাসন শূন্যই ছিল। সংযুক্ত আরব আমিরাতে সমর্থকশূন্য মাঠেই আয়োজিত হয়েছে আইপিএল। অস্ট্রেলিয়ার মাঠে সমর্থকরা ফিরলেও ভারতে সেই ছবিটা দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছিল। তবে চলতি মাস থেকে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেয় কেন্দ্র। তা সত্ত্বেও ধীরে চলো নীতিই নিচ্ছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই দর্শকশূন্যভাবেই আয়োজিত হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তবে দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শককে অনুমতি দেওয়া হবে।