স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ওয়ানডেতে একপেশে লড়াইয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
সেই তুলনায় ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলটা অনেক শক্তিশালী। সাদা পোশাকের ক্রিকেটে জমজমাট লড়াইয়ের আভাস দিয়েছে সফরকারীরা। বাংলাদেশ দলও টেস্টে ক্যারিবিয়ানদের হালকাভাবে নিচ্ছে না। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছি।