News71.com
 Sports
 02 Feb 21, 09:04 PM
 394           
 0
 02 Feb 21, 09:04 PM

দর্শকপূর্ণ মাঠেই হবে ২০২২ ফুটবল বিশ্বকাপ।। ফিফা সভাপতি

দর্শকপূর্ণ মাঠেই হবে ২০২২ ফুটবল বিশ্বকাপ।। ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এ কারণে বিশ্বব্যাপী ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া আয়োজনগুলো অনুষ্ঠিত হচ্ছে দর্শকশূন্য মাঠে। ফলে বলা যায় সব ধরনের খেলাই এখন প্রাণচাঞ্চল্যহীন, নেই কোনও উত্তেজনা।

তবে অন্যান্য ম্যাচ আয়োজিত হলেও এমন উত্তেজনা বিহীনভাবে আয়োজিত হতে পারে না বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো। তাই তো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বিশ্বাস, টিকা প্রয়োগের মাধ্যমে ২০২২ সালে করোনাকে হারিয়ে বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারিতে।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিশ্বকে আবার এক সুঁতোয় গাঁথতে পারব। আবার আমরা গ্যালারিতে উল্লাস করতে পারব। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন