স্পোর্টস ডেস্কঃ আগামী ১১ এপ্রিল শুরু হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এর আগে চেন্নাইয়ে ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফ্রাঞ্চাইজি এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ৫ বা ৬ জুন।
ভারতীয় গণমাধ্যম জানায়, ১১ থেকে ১৪ এপ্রিলের মধ্যে শুরু হতে পারে ২০২১ আইপিএলের মৌসুম। চলবে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। করোনা ভাইরাসের কারণে গতবার ভারতে আইপিএলের আয়োজন করা সম্ভব হয়নি। সেবার আইপিএলের ১৩তম আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড দেশে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে চায়।