News71.com
 Sports
 01 Feb 21, 01:46 PM
 454           
 0
 01 Feb 21, 01:46 PM

মেসি-গ্রিজম্যানের গোলে পয়েন্ট টেবিলের ২য় স্থানে বার্সেলোনা।।

মেসি-গ্রিজম্যানের গোলে পয়েন্ট টেবিলের ২য় স্থানে বার্সেলোনা।।

 

স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগে লিওনেল মেসি ও আতোয়াঁ গ্রিজম্যানের গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোনাল্ড কোমানের শিষ্যরা। 

 

রবিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে নেমে এই জয় পায় বার্সা। ম্যাচের ২০তম মিনিটে মেসির দারুণ গোলে লিড নেয় কাতালানরা। তবে বিরতির পর জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতা পায় বিলবাও। কিন্তু খেলার ৭৪তম মিনিটে গ্রিজম্যান গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন। এ জয়ে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো বার্সা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন