News71.com
 Sports
 01 Feb 21, 01:39 PM
 686           
 0
 01 Feb 21, 01:39 PM

টি-টেন লিগ।। নিকোলাস পুরানের ২৬ বলে ১২ ছক্কা

টি-টেন লিগ।। নিকোলাস পুরানের ২৬ বলে ১২ ছক্কা

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলছে টি-টেন লিগের চতুর্থ আসর। রোববারের ম্যাচে বাংলা টাইগার্সকে ৩২ রানে হারিয়েছে নর্দান ওয়ারিয়র্স। 

 

টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৬২ রানের বিশাল স্কোর দাঁড় করায় ওয়ারিয়র্স। অধিনায়ক নিকোলাস পুরান ২৬ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১২টি ছক্কা ও ৩ টি চারে পুরান তার ইনিংস সাজিয়েছেন।

 

এছাড়া লেন্ডল সিমন্স ২২  বলে ৪১ রান করেন। বাংলা টাইগার্সের করিম জানাত ১৮ রানে দুটি উইকেট নেন। ১৬৩ রানে লক্ষ্যে খেলতে নেমে আন্দ্রে ফ্লেচারের অর্ধশতকে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১৩২ করে বাংলা টাইগার্স। ম্যাচসেরা হন নিকোলাশ পুরান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন