স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ চার ম্যাচে তৃতীয়বারের মতো পয়েন্ট খোয়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। কদিন আগেও শিরোপার দাবিদার হওয়ার মতো অবস্থানে থাকা রেড ডেভিলসদের রুখে দিয়েছে দ্রুত উন্নতি করতে থাকা আর্সেনাল।
শনিবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে আর্সেনালের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করেছে ইউনাইটেড। এই ড্রয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ওলে গানার সুলশারের দলের পয়েন্টের ব্যবধান আরও বেড়ে গেল। এর ঘণ্টাখানেক আগেই শেফিল্ড ইউনাইটেডকে ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। দুই অর্ধেই ম্যানইউকে সবদিক থেকেই ঠেকিয়ে দিয়েছে আর্সেনাল।