News71.com
 Sports
 30 Jan 21, 10:32 PM
 423           
 0
 30 Jan 21, 10:32 PM

ল্যাঙ্গারের বিরুদ্ধে অস্ট্রেলিয়া টিমে বিদ্রোহের আগুন।।

ল্যাঙ্গারের বিরুদ্ধে অস্ট্রেলিয়া টিমে বিদ্রোহের আগুন।।

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া দলের মহাবিপদের সময় কোচের দায়িত্ব নিয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গার। তবে তাদের সুখের ঘরে এখন অশান্তির আগুন। ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের আবহে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিপক্ষে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমের একাংশের মধ্যে সেই ক্ষোভের আগুন আরও বেড়েছে। অজি দলের সূত্রের বরাত দিয়ে 'দ্য সিডনি মর্নিং হেরাল্ড' এই তথ্য প্রকাশ করেছে। ল্যাঙ্গার ক্রিকেটারদের সঙ্গে এতই খিটিমিটি করেন যে, অনেকেই তা মেনে নিতে পারছেন না।

অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের কয়েকজনের সূত্র উদ্ধৃত করে সেই প্রতিবেদনে জানানো হয়েছে, করোনা ভাইরাসের মাঝে কোয়ারেন্টিন এবং জৈবসুরক্ষা বলয়ের মধ্যে ল্যাঙ্গারের জেদ এবং মেজাজ পরিবর্তনের ফলে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে। দল সামলানোর সময় একেবারে খুঁটিনাটি বিষয়ে নজর দেন ল্যাঙ্গার, যা 'অত্যধিক' বলে মনে করছেন খেলোয়াড়দের একাংশ। মধ্যাহ্নভোজের বিরতির সময় বোলারদের কানের কাছে অসংখ্য পরিসংখ্যান তুলে ধরা হয়। লাগাতার দেওয়া হয় নির্দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন