News71.com
 Sports
 30 Jan 21, 12:25 PM
 400           
 0
 30 Jan 21, 12:25 PM

স্পিনে নাস্তানাবুদ প্রোটিয়ারা।। সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

স্পিনে নাস্তানাবুদ প্রোটিয়ারা।। সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

 

স্পোর্টস ডেস্কঃ উপমহাদেশের স্পিনিং ট্র্যাকে নাস্তানাবুদ দক্ষিণ আফ্রিকা। ৩৪ বছর বয়সে টেস্ট অভিষেকে নজর কাড়লেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার নুমান আলী। জোড়া স্পিন আক্রমণে করাচিতে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল পাকিস্তান। মাত্র ৮৮ রান তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়ে টেস্ট জিতে নেয় পাকিস্তান। সেই সঙ্গে উপমহাদেশে শেষ ১০টি ম্যাচের মধ্যে ৯টিতে হারল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৫৮ রানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে পাকিস্তানি বোলাররা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ২৪৫ রান শেষ করে দেয়। 

 

অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের দলে বড় ভূমিকা নেন নুমান আলী। ২৫.৩ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে প্রোটিয়াদের পাঁচটি উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার। ৪ উইকেট নেন লেগ-স্পিনার ইয়াসির শাহ। তবে ম্যাচের সেরা হন পাকিস্তানি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। পাকিস্তানের প্রথম ইনিংসে ৩৭৮ রানের মধ্যে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ফাওয়াদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন