News71.com
 Sports
 30 Jan 21, 12:24 PM
 408           
 0
 30 Jan 21, 12:24 PM

অস্ট্রেলিয়ান ওপেন দেখতে প্রতিদিন অনুমতি পাবেন ৩০ হাজার দর্শক।।

অস্ট্রেলিয়ান ওপেন দেখতে প্রতিদিন অনুমতি পাবেন ৩০ হাজার দর্শক।।

 

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিদিন খেলা দেখতে অনুমতি পাবেন ৩০ হাজার দর্শক। আগামী ৮-২১ ফেব্রুয়ারিব্যাপী অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্নে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের প্রথম ৮ দিনে ৩০ হাজার করে দর্শক অনুমতি পাবেন খেলা দেখার জন্য। তবে কোয়ার্টার ফাইনালে অনুমতি পাবেন ২৫ হাজার দর্শক যা গত বছরের অংশ নেওয়া দর্শকের তুলনায় অর্ধেক।

 

এর ফলে মেলবোর্ন পার্কে টুর্নামেন্ট চলাকালে ১৪ দিনে সবমিলিয়ে খেলা দেখবেন প্রায় ৩ লাখ ৯০ হাজার দর্শক। এর আগের বছরগুলোতে দর্শকসংখ্যা ছিল দ্বিগুণ। করোনা মহামারীর কারণে দর্শক সংখ্যা কমাতে হচ্ছে আয়োজকদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন