News71.com
 Sports
 30 Jan 21, 12:23 PM
 389           
 0
 30 Jan 21, 12:23 PM

টেস্টে ভালো করতে হলে পেসারদের বিকল্প নেই।। আকরাম খান

টেস্টে ভালো করতে হলে পেসারদের বিকল্প নেই।। আকরাম খান

 

স্পোর্টস ডেস্কঃ টেস্টে ভালো করতে হলে পেসারদের বিকল্প নেই। তাই পেস ইউনিটটা শক্তিশালী করে গড়তে উইকেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা আছে বিসিবির। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। 

 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আলোচনায় আসা তরুণ পেসারদের মূল্যায়ন করতে ঘরোয়া লংগার ভার্সনে চোখ রাখা হবে বলেও মন্তব্য করেছেন আকরাম। সম্প্রতি একঝাঁক তরুণ পেসার এসেছে টাইগার ক্রিকেটের পাইপলাইনে। মুস্তাফিজ-রুবেল থেকে তাসকিন-এবাদত-রাহিরা তো প্রমাণিত সৈনিক। সবমিলিয়ে লম্বা চওড়া একটা পেস ইউনিট গড়ে উঠেছে টাইগারদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন