স্পোর্টস ডেস্কঃ টেস্টে ভালো করতে হলে পেসারদের বিকল্প নেই। তাই পেস ইউনিটটা শক্তিশালী করে গড়তে উইকেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা আছে বিসিবির। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আলোচনায় আসা তরুণ পেসারদের মূল্যায়ন করতে ঘরোয়া লংগার ভার্সনে চোখ রাখা হবে বলেও মন্তব্য করেছেন আকরাম। সম্প্রতি একঝাঁক তরুণ পেসার এসেছে টাইগার ক্রিকেটের পাইপলাইনে। মুস্তাফিজ-রুবেল থেকে তাসকিন-এবাদত-রাহিরা তো প্রমাণিত সৈনিক। সবমিলিয়ে লম্বা চওড়া একটা পেস ইউনিট গড়ে উঠেছে টাইগারদের।