News71.com
 Sports
 29 Jan 21, 08:46 PM
 395           
 0
 29 Jan 21, 08:46 PM

রিশাদের ঘূর্ণিতে প্রস্তুতিমূলক ম্যাচে ক্যারিবীয়রা বিধ্বস্ত।।

রিশাদের ঘূর্ণিতে প্রস্তুতিমূলক ম্যাচে ক্যারিবীয়রা বিধ্বস্ত।।

 

 

স্পোর্টস ডেস্কঃ বিসিবি একাদশের ১৮ বছর বয়সী লেগ-স্পিনার রিশাদের স্পিন বিষে তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনই গুটিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে অল-আউট করতে বড় ভূমিকা রাখেন রিশাদ। এরপর ব্যাট হাতে বিনা উইকেটে ২৪ রান করেছে বিসিবি একাদশ। প্রথম দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে স্বাগতিকরা ২৩৩ রানে পিছিয়ে আছে। ২৩.১ ওভার বল করে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছেন রিশাদ।

 

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দলকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। ৬৭ রানের জুটি গড়েন তারা। ২০তম ওভারে ওয়েস্ট ইন্ডিজে উদ্বোধনী জুটি ভাঙ্গেন বিসিবি একাদশের আরেক অফ-স্পিনার ১৮ বছর বয়সী শাহাদাত হোসেন। ৪৪ রান করা ক্যাম্পবেলকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান।এরপর ওয়েস্ট ইন্ডিজের মিডল-অর্ডার ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেননি রিশাদ ও পেসার খালেদ আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন