News71.com
 Sports
 29 Jan 21, 11:14 AM
 402           
 0
 29 Jan 21, 11:14 AM

করোনা বিধি লঙ্ঘন করায় ফের জরিমানার মুখে রোনালদো।।

করোনা বিধি লঙ্ঘন করায় ফের জরিমানার মুখে রোনালদো।।

 

স্পোর্টস ডেস্কঃ বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে জন্মদিনের ছুটিতে বেড়াতে গিয়ে বিতর্কের মুখে ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বুধবার (২৭ জানুয়ারি) সাতাশ বছরে পা দিলেন জর্জিনা। আর বিশেষ দিনে বান্ধবীকে নিয়ে তুরিন ছেড়ে পর্তুগিজ ফুটবল মায়েস্ত্রো বান্ধবীকে নিয়ে পাড়ি দিয়েছিলেন ওয়েস্টার্ন আল্পসের পিয়েদমন্ত এবং আওস্তা ভ্যালিতে। তুরিন থেকে ৯০ মাইলেরও সামান্য বেশি দূরত্বে আলপাইন টাউন ছিল যুগলের ছোট্ট হলিডে ডেস্টিনেশন।

 

কিন্তু জানা গেছে, বান্ধবী জর্জিনাকে সারপ্রাইজ দিতে গিয়ে নাকি করোনার বিধিনিষেধ ভঙ্গ করেছেন জুভেন্টাস তারকা। আর করোনা বিধি উপেক্ষা করায় রোনালদোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

 

গত মঙ্গলবার এবং বুধবার (২৭ জানুয়ারি) জর্জিনা-রোনালদোর হলিডে ট্রিপ এখন পুলিশের আতসকাঁচের নীচে। তুষারাবৃত আল্পস পর্বতমালার এই অংশবিশেষে জর্জিনা-রোনালদোর স্নোমোবাইলের ভিডিও ক্লিপ জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন