News71.com
 Sports
 28 Jan 21, 08:29 PM
 389           
 0
 28 Jan 21, 08:29 PM

সফল অ্যানজিওপ্লাস্টি।। আরও দুটি স্টেন্ট বসল সৌরভের বুকে

সফল অ্যানজিওপ্লাস্টি।। আরও দুটি স্টেন্ট বসল সৌরভের বুকে

 

স্পোর্টস ডেস্কঃ প্রত্যাশা মতোই আজ বৃহস্পতিবার বাইপাসের ধারে আরও দুটি স্টেন্ট বসল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর বুকে। বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর তত্ত্বাবধানে অ্যানজিওপ্লাস্টি করা হয় সৌরভের। এর আগে তার অ্যানজিওগ্রাম করা হয়। জানা গেছে, অ্যানজিওপ্লাস্টির পর সুস্থই রয়েছেন তিনি। আপাতত আইসিইউতে ১২ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে সৌরভকে। ইতিমধ্যে হাসপাতালে গিয়ে মহারাজকে দেখেও এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন