স্পোর্টস ডেস্কঃ ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন ভারতে অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট দল। গতকাল বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে শ্রীলঙ্কা থেকে চেন্নাই পৌঁছান ইংল্যান্ড ক্রিকেটাররা। বিমানবন্দরে পৌঁছনোর পর কোভিড-১৯ পরীক্ষা দিতে হয়েছে জো রুটদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় করে ভারতে পা রাখল রুটবাহিনী। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন রুট।
গলে দুই টেস্ট সিরিজে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় টেস্টে ১৮৬ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন উপমহাদেশে ব্যাট করতে তৈরি হয়েই এসেছেন তিনি। ভারতের মাটিতে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন রুট। ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছেন ইংল্যান্ড ক্যাপ্টেন। বিদেশের মাটিতে টানা ৫টি টেস্ট ম্যাচ জিতে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। চার টেস্টের সিরিজ ছাড়াও পাঁচটি টি-২০ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। চেন্নাইয়ে ৫ ফেব্রুয়ারি থেকে টেস্ট সিরিজ শুরু।