News71.com
 Sports
 28 Jan 21, 12:15 AM
 379           
 0
 28 Jan 21, 12:15 AM

১৮ ফেব্রুয়ারি আইপিএলের ১৪তম আসরের নিলাম।।

১৮ ফেব্রুয়ারি আইপিএলের ১৪তম আসরের নিলাম।।

 

স্পোর্টস ডেস্কঃ চেন্নাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। আজ বুধবার খবরটি নিশ্চিত করেছে বিসিসিআই। এবার সর্বাধিক ২২ খেলোয়াড় রেখে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যেখানে র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের স্কোয়াডে রেখেছে কেবল ১২ খেলোয়াড়। 

 

সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে কিংস ইলেভেন পাঞ্জাব। এরপরে আছে ব্যাঙ্গালুরু। কোহলির দল নিলামে নামবে ৩৫.৯০ কোটি ভারতীয় রুপি নিয়ে। কলকাতা নাইট রাইডার্স ও হায়দ্রাবাদ নিলামে নামতে পারে কমপক্ষে ১০.৭৫ কোটি ভারতীয় রুপি নিয়ে। ধারণা করা হচ্ছে, এবারের নিলাম হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। কেবল একদিনের জন্য হতে পারে এই ইভেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন