স্পোর্টস ডেস্কঃ একমাত্র ক্রিকেটার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে দেশের মাটিতে ৬০০০ রান ও ৩০০ উইকেটের রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। সোমবার (২৫ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সাকিব ৫৯৯৪ রান নিয়ে মাঠে নামেন। দশম ওভারে কিওন হার্ডিংকে ফাইন লেগ দিয়ে চার মেরে ৬০০০ রানের মাইলফলক টপকে যান সাকিব আল হাসান।
সাকিব অবশ্য বাংলাদেশের মাটিতে তিন সংস্করণে ৬০০০ রান তোলা প্রথম ক্রিকেটার নন। এর আগে মুশফিকুর রহিম ও তামিম ইকবালও ৬০০০ রান টপকেছেন। তবে বাংলাদেশের মাটিতে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ন্যূনতম ৩০০ উইকেট ও ৬০০০ রান তোলা প্রথম ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।