স্পোর্টস ডেস্কঃ নির্ধারিত সময়েই টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হবে। এমন ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ। তিনি বলেন অ্যাথলেটদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে আয়োজিত হবে গেমস। তবে সবাইকে ভ্যাক্সিনেশনের আওতায় আনার পর খেলা অনুষ্ঠিত হবে কি'না তা নিশ্চিত করেননি অলিম্পিক প্রধান। বছর পিছিয়েছে টোকিও অলিম্পিক আয়োজনের ক্ষণ। তবুও যেনো নিশ্চয়তা নেই গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চাইছে রিভাইসড শিডিউলেই আয়োজিত হোক আসর। কিন্তু নড়বড়ে অবস্থান খোদ আয়োজক দেশ জাপানের।
অলিম্পিক নিয়ে দ্বিধা বিভক্ত জাপান প্রশাসন। ইতোমধ্যেই দেশটির একদল গবেষক ঘোষণা দিয়েছে তড়িঘড়ি করে ভ্যাক্সিন নিয়ে ইভেন্ট আয়োজন করা হলে নেমে আসতে পারে মহা বিপর্যয়। তার ওপর দেশটিতে চলছে করোনার তৃতীয় ঢেউ। যদিও এসব নিয়ে মোটেও চিন্তিত নয় আইওসি।আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ বলেন, আমরা এখনও নির্ধারিত সময়ে অলিম্পিক গেমস আয়োজনের পক্ষে।