স্পোর্টস ডেস্কঃ ম্যাচে গোলের দেখা মিলল ৫ বার। এর মধ্যে একবার লিভারপুল এগিয়ে যায়, তো আরেকবার ম্যানচেস্টার ইউনাইটেড। এমন রোমাঞ্চকর ম্যাচ জিতে এফএ কাপের শেষ ষোলো নিশ্চিত করল ওলে গানার সুলশারের দল। ওল্ড ট্রাফোর্ডে রোববার (২৫ জানুয়ারি) রাতে রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। ম্যানইউর জয় নিশ্চিত করা গোলটি আসে ব্রুনো ফার্নান্দেসের ফ্রি-কিক থেকে। স্বাগতিকদের হয়ে বাকি দুই গোল করেছেন ম্যাসন গ্রিনউড এবং মার্কাস রাশফোর্ড।