News71.com
 Sports
 25 Jan 21, 11:03 AM
 535           
 0
 25 Jan 21, 11:03 AM

ফুটবল॥টানা চতুর্থ জয়ে শীর্ষ তিনে বার্সেলোনা

ফুটবল॥টানা চতুর্থ জয়ে শীর্ষ তিনে বার্সেলোনা

স্পোর্টস ডেস্কঃ ঘরোয়া ফুটবলের অন্য দুই প্রতিযোগিতায় হতাশা সঙ্গী হলেও লা লিগায় ক্রমেই অবস্থান ফিরে পাচ্ছে বার্সেলোনা। সর্বশেষ এলচেকে হারিয়ে লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে কোম্যানের শিষ্যরা। দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকার তিনেও উঠেছে কাতালান জায়ান্টরা।এলচের মাঠে রোববার (২৪ জানুয়ারি) রাতে ২-০ গোলে জিতেছে বার্সা। প্রথমার্ধে ফ্র্যাংকি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন রিকি পুস। এই নিয়ে লিগে টানা চতুর্থ জয় ও সবমিলিয়ে টানা ৯ ম্যাচে অপরাজিত আছে বার্সেলোনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন