News71.com
 Sports
 24 Jan 21, 07:59 PM
 401           
 0
 24 Jan 21, 07:59 PM

কোভিড আইন ভঙ্গ করায় কেনিয়ার জাতীয় দলের শাস্তি॥

কোভিড আইন ভঙ্গ করায় কেনিয়ার জাতীয় দলের শাস্তি॥

স্পোর্টস ডেস্কঃ আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে কোমোরসের বিপক্ষে ম্যাচে কোভিড আইন ভঙ্গ করায় কেনিয়া জাতীয় দলকে ২.২ মিলিয়ন শিলিংস (২০ হাজার ডলার) জরিমানা ও দুজন সিনিয়র ফুটবল কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এক বিবৃতিতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, কোমোরসের রাজধানী মোরানিতে গত নভেম্বরে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচের আগে কেনিয়া দল কোভিড-১৯ টেস্ট করাতে অস্বীকৃতি জানিয়েছিল। শেষ পর্যন্ত কোমোরস ফুটবল কর্মকর্তাদের অনেক অনুরোধের পর কেনিয়া রাজি হয়। যে কারণে টেস্টের ফলাফল হাতে আসার পর ম্যাচটি শুরু হতেও বিলম্ব হয়। ফলাফল অনুযায়ী চারজন খেলোয়াড় পজিটিভ হয়েছিলেন। যাদের মধ্যে অধিনায়ক ভিক্টর ওয়ানিয়ামাও ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন