স্পোর্টস ডেস্কঃ প্রতিপক্ষের ফুটবলারকে আঘাত করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন কমিটির (আরএফইএফ) দেওয়া এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছিল বার্সেলোনা। তবে পূর্বের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। দেশটির ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির কাছে শাস্তি কমানোর জন্য আবেদন করে মেসির ক্লাব। তবে তাদের দাবি প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ। জানিয়ে দিয়েছে, বহাল থাকবে শাস্তি। ফলে কাতালানদের পরের ম্যাচেও খেলা হচ্ছে না মেসির। নিষেধাজ্ঞার কারণে কোপা দেল রে’তে করনেয়ার বিপক্ষে খেলতে পারেননি মেসি এবং লা লিগায় এলচে’র বিপক্ষেও মেসিকে ছাড়াই মাঠে নামবে জায়ান্ট দলটি।