News71.com
 Sports
 22 Jan 21, 11:49 PM
 446           
 0
 22 Jan 21, 11:49 PM

করোনা ভাইরাসে আক্রান্ত তারকা ফুটবলার জিদান।।

করোনা ভাইরাসে আক্রান্ত তারকা ফুটবলার জিদান।।

 

স্পোর্টস ডেস্কঃ দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না জিনেদিন জিদানের। এবার করোনা পজিটিভ হলেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি কোচ। লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে রিয়াল।

 

এই ম্যাচকে সামনে রেখে শুক্রবার (২২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে হাজির হওয়ার কথা ছিল জিদানের। কিন্তু এর আগেই এলো এই দুঃসংবাদ। ফলে ওই ম্যাচে দলের ডাগআউটে থাকা হচ্ছে না তার। আপাতত আইসোলেশনে থাকবেন জিদান। তার বদলে রামোস-বেনজেমাদের সামলানোর দায়িত্ব পালন করবেন তার সহকারী দাভিদ বেত্তনি। মিডিয়াও সামলাতে হবে তাকে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন