News71.com
 Sports
 22 Jan 21, 08:01 PM
 418           
 0
 22 Jan 21, 08:01 PM

ক্রিকেট॥ ফিফটি পূরণ করে সমালোচনার জবাব দিলেন তামিম

ক্রিকেট॥ ফিফটি পূরণ করে সমালোচনার জবাব দিলেন তামিম

স্পোর্টস ডেস্কঃ ব্যাটিং নিয়ে গত প্রায় এক বছর ধরে ব্যাপক সমালোচনার মুখে আছেন তামিম ইকবাল। তার স্ট্রাইক রেট নিয়ে বারবার প্রশ্ন শুনেও বিরক্ত। আজ মাঠের খেলায় তিনি কিছুটা হলেও জবাব দিয়েছেন। ৭৫ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৪৮ নম্বর হাফ সেঞ্চুরি। তবে ফিফটি ছোঁয়ার পরের বলেই রেইফারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন দেশসেরা ওপেনার। তার স্ট্রাইক রেট আজ ৬৫.৭৯। দলীয় ১০৯ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এর আগে ইনিংসের ত্রয়োদশ ওভারের প্রথম বলে জেসন মোহাম্মদকে বাউন্ডারি মেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। জিম্বাবুয়ে ছাড়া এই প্রথম অন্য কোনো দলের বিপক্ষে হাজার রান ছুঁতে পারলেন বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে ১ হাজার ৬০৪ রান তামিমের, ১ হাজার ৪০৪ রান সাকিবের, ১ হাজার ৩৬০ রান মুশফিকের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন