News71.com
 Sports
 22 Jan 21, 10:59 AM
 375           
 0
 22 Jan 21, 10:59 AM

ক্রিকেট॥১৩ বছর পর টেস্টে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান

ক্রিকেট॥১৩ বছর পর টেস্টে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকা। ১৩ বছর পর সাদা পোশাকের এলিট ক্রিকেটে মুখোমুখি হবে দুই দল। দক্ষিণ আফ্রিকার এ দলটির কোন সদস্যেরই নেই পাকিস্তানের মাটিতে খেলার অভিজ্ঞতা। যেটা কিছুটা ব্যাকফুটে ফেলে রেখেছে প্রোটিয়াদের। তবে ঐতিহ্যগতভাবে পাকিস্তানের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকার রীতি বজায় থাকবে বলে আশা আফ্রিকান ক্রিকেটারের।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি বলেন, 'ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকা ১৩ বছর আগে এখানে শেষ টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিলো। এতো দিন পর আবার ক্রিকেট ফিরতে যাচ্ছে বিষয়টা আমাদের জন্য আনন্দদায়ক। এখানে খেলার অভিজ্ঞতা আমাদের নেই, তবে সাধারণত এই উইকেটগুলো ব্যাটসম্যানদের পক্ষে থাকে বলেই শুনেছি। করাচী জাতীয় স্টেডিয়ামে ২৬শে জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের প্রথম টেস্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন