স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে গত বুধবার অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের। ওয়ানডে অভিষেকে ৩ উইকেট নিয়ে দারুণ সময় কাটিয়েছেন ২২ গজে। তার পারফরম্যান্সে মোটেও অবাক নন বোলিং কোচ ওটিস গিবসন। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, না সে (হাসান) আমাকে একদমই অবাক করেনি, এজন্যই তাকে একাদশে রাখা হয়েছিল। কারণ আমরা তার উন্নতি দেখেছি।
তার ভাষ্য, সে প্রায় গত ১২ মাস ধরে আমাদের সাথে আছে। গত বছরের শুরুতে পাকিস্তানে ছিল। আমাদের সাথে আছে বেশ কিছু দিন হয়েছে এবং আমরা তার ভালোভাবেই উন্নতি হতে দেখেছি। সুতরাং এটি ভালো ছিল যে সে সুযোগ পেয়েছে এবং অভিষেকেই তিন উইকেট পেয়েছে যা তার পরিশ্রমের জন্য ভালো পুরষ্কার।