News71.com
 Sports
 21 Jan 21, 07:24 PM
 419           
 0
 21 Jan 21, 07:24 PM

ক্রিকেট॥অভিষেকেই ১২৭ রানের ঝড়ো সেঞ্চুরি আফগান ব্যাটসম্যানের

ক্রিকেট॥অভিষেকেই ১২৭ রানের ঝড়ো সেঞ্চুরি আফগান ব্যাটসম্যানের

স্পোর্টস ডেস্কঃ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অভিষেকেই ঝড়ো সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের ১৯ বছর বয়সী ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। আজ বৃহস্পতিবার দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই তিন অঙ্কের দেখা পেয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। আজ বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। দলকে দুর্দান্ত সূচনা এনে দেন গুরবাজ ও জাবেদ আহমাদি। ২২ ওভার ব্যাটিং করে দুজনে মিলে গড়েন ১২০ রানের জুটি। ৩৮ রান করে জাবেদ সাজঘরে ফিরলেও দুর্দান্ত শতক তুলে নেন গুরবাজ। ১১৫ বলে শতকে পৌঁছেন তিনি। শতকের পর আরও বেশি মারকুটে হয়ে পড়েন ১৯ বছর বয়সী গুরবাজ। ব্যক্তিগত শেষ ১২ বলে আরও ২৭ রান করেন এই ডানহাতি। শেষ পর্যন্ত ১২৭ বলে ১২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন