স্পোর্টস ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতার গোলে ইতালিয়ান সুপার কাপ জিতল জুভেন্টাস। মাপেই স্টেডিয়ামে গতকাল বুধবার (২০ জানুয়ারি) রাতে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে এ নিয়ে প্রতিযোগিতাটির নবম শিরোপাও ঘরে তুললো দলটি। একই সঙ্গে জুভেন্টাসের কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ পেলেন দলটির সাবেক ফুটবলার পিরলো। ম্যাচের প্রথমার্ধে সমান দাপট দেখিয়ে ফুটবল খেলে গোলশূন্য থাকে দুই দলই। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় জুভেন্টাস। ম্যাচের ৬৪তম মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন রোনালদো। পরে মোরাতার গোলে ইতালিয়ান সুপার কাপের মুকুট পুনরুদ্ধার নিশ্চিত করে জুভেন্টাস।