News71.com
 Sports
 21 Jan 21, 10:30 AM
 365           
 0
 21 Jan 21, 10:30 AM

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ৭৬০ গোলের মালিক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো॥

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ৭৬০ গোলের মালিক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো॥

স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদো এখন অফিশিয়াল ম্যাচের হিসাবে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছুঁয়েছিলেন ১০ দিন আগে। দুই ম্যাচ পর সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের সবচেয়ে ঝলমলে রেকর্ডটি নিজের করে নিলেন পর্তুগিজ তারকা। বুধবার (২০ জানুয়ারি) রাতে মাপেই স্টেডিয়ামে ইতালিয়ান সুপার কাপে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাস করে জুভেন্টাস। আর দলের প্রথম গোলটি করে রেকর্ডটির মালিক বনে যান রোনালদো।

ক্যারিয়ারে পর্তুগিজ তারকার মোট গোল হলো ৭৬০টি। গত ১০ জানুয়ারি সিরি আয় সাস্সুয়োলোর বিপক্ষে জালে বল পাঠিয়ে ইয়োসেপ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন রোনালদো। রেকর্ডটি নিয়ে অবশ্য কিছুটা বিতর্কও আছে। অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার বিকান মাঠ মাতিয়েছেন ১৯৩০ ও ৪০’ এর দশকে। সে সময়ে বর্তমানের মতো এতটা নিখুঁতভাবে পরিসংখ্যান রাখা হতো না। তবে ডেইলি মেইলসহ বেশ কিছু পত্রিকায় প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের গোল দেওয়া আছে ৭৫৯টি। রেকর্ডটি নিজের করে নিতে ১০৪২ ম্যাচ লাগল ৩৫ বছর বয়সী রোনালদোর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন