News71.com
 Sports
 20 Jan 21, 07:30 PM
 412           
 0
 20 Jan 21, 07:30 PM

২৬ ক্যামেরায় দেখানো হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা

২৬ ক্যামেরায় দেখানো হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা

স্পোর্টস ডেস্কঃ ১০ মাসেরও বেশি সময় পর আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের সম্প্রচার আকর্ষণীয় করতে স্টেডিয়ামজুড়ে বসানো হয়েছে ২৬টি ক্যামেরা।

এই ২৬টি ক্যামেরা বসিয়েছে সম্প্রচারের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান বেনটেক লিমিটেড। থাকবে ডিআরএস ও স্পাইডার ক্যাম। এ বিষয়ে গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমরা বেনটেক লিমিটেডকে ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন