News71.com
 Sports
 20 Jan 21, 07:26 PM
 385           
 0
 20 Jan 21, 07:26 PM

১০ বছর বয়সী সুমো কুস্তিগিরের ওজন ৮৫ কেজি

১০ বছর বয়সী সুমো কুস্তিগিরের ওজন ৮৫ কেজি

স্পোর্টস ডেস্কঃ জাপানের সুমো কুস্তিগির কিয়োটা কুমাগাই। বয়স সবে ১০। ওজন ৮৫ কেজি ছাড়িয়ে আরও বাড়ার দিকে। তার বয়সী অন্য শিশুর চেয়ে আকারে প্রায় দ্বিগুণ। আর এরই মধ্যে তার থেকে পাঁচ-ছয় বছরের বড় কুস্তিগিরদের হার মানতে হয়েছে তার কাছে।

গত বছর যুক্তরাজ্য ও ইউক্রেনের মতো দূর দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাইকে হারিয়ে অনূর্ধ্ব-১০ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কিয়োটা কুমাগাই।

বাবা তাইসুকে জানিয়েছেন, কিয়োটা নিরলস অনুশীলন করে। সপ্তাহে ছয় দিনই স্থানীয় সুমো ক্লাবে অথবা ভারোত্তলন করে। সুমো রেসলিংয়ের জন্য যে শারীরিক নমনীয়তা ও গতি প্রয়োজন, সেটির জন্য সে নিয়মিত সাঁতার কাটে, দৌড়ায় ও ব্যায়াম করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন