News71.com
 Sports
 20 Jan 21, 07:20 PM
 376           
 0
 20 Jan 21, 07:20 PM

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করে শুভ সূচনা টাইগারদের

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করে শুভ সূচনা টাইগারদের

স্পোর্টস ডেস্কঃ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। ৩৩ দশমিক ৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের দেওয়া ১২৩ রানের টার্গেটে পৌঁছে যায় তামিম ইকবালের দল। এ জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

বাংলাদেশ দলপতি তামিম ইকবাল সর্বোচ্চ ৪৪ রান করেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান করেন ১৯ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪ রান। এছাড়া মুশফিকুর রহীম ১৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২২ রান গুটিয়ে যায় জেসন মোহাম্মদের দল। সাকিব মাত্র ৮ রান দিয়ে ৪ ‍উইকেট নেন। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদ দখল করেন ৩টি উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের শিকার দুই ‍উইকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন