News71.com
 Sports
 19 Jan 21, 09:54 PM
 415           
 0
 19 Jan 21, 09:54 PM

কিয়েরানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে অ্যাটলেটিকো

কিয়েরানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে অ্যাটলেটিকো

 

স্পোর্টস ডেস্কঃ বেটিং আইন ভঙ্গের দায়ে কিয়েরান ট্রিপিয়ারের বিরুদ্ধে সোমবার ফিফা আরোপিত ১০ সপ্তাহের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট ফর আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। শুনানির সময় ট্রিপিয়ারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করার আহ্বান জানাবে লা লিগার ক্লাবটি। এতে ওই ডিফেন্ডারের মাঠে ফেরার সুযোগ সৃষ্টি হবে।

 

বর্তমান অবস্থায় ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত নিষিদ্ধ থাকবেন ট্রিপিয়ার। এতে তিনি লা লিগার অন্তত আট ম্যাচে অংশগ্রহন থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর হোম ম্যাচ। সেখানে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ চেলসি।

 

সোমবার এক বিজ্ঞপ্তিতে ফিফা জানায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ট্রিপিয়ারের উপর যে শাস্তি আরোপ করেছে, সেটি সারা বিশ্বে প্রযোজ্য হবে। তবে অ্যাটলেটিকো নতুন করে সিএএসের কাছে একটি আপিল দায়ের করবে। ক্লাবের সুত্র মতে, তাদের দাবি থাকবে শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন